খুলনায় নতুন কায়দায় ভোট কারচুপি : মির্জা ফখরুল [ভিডিও]
প্রকাশিত : ২৩:১৭, ১৬ মে ২০১৮ | আপডেট: ১০:২০, ১৭ মে ২০১৮
খুলনায় নতুন কৌশলে সরকার কারচুপি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেছেন তিনি।
আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেছেন, খুলনায় প্রমাণিত হয়েছে-এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাতে সাম্প্রতিক খুলনা নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খুলনায় নির্বাচন সুষ্ঠভাবে করতে না পারায় নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত।
প্রতিহিংসার কারণেই খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, খুলনায় নির্বাচন কমিশনের সদিচ্ছা ছিল না। তিনি বলেন, কোনো নির্বাচনই এই কমিশনের অধীনে নিরপেক্ষ হবে না।
ভিডিও:
এসি
আরও পড়ুন